সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮

স্বাধীনতা-কবি গুলশান আরা রুবী

Home Page » সাহিত্য » স্বাধীনতা-কবি গুলশান আরা রুবী
সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮



গুলশান আরা রুবী

কত মায়ের স্বপ্ন আশা
কত ভাইয়ের ভালবাসা ,
কত মায়ে বক্ষে লয়ে ব্যথা
কত মায়ের সন্তান হারা বেদনা ।

কত বোনের সম্ভ্রম হারা
কত প্রাণে বলিদানে এদেশ,
কত হিংসা কত অন্যায় অবিচার
চারিদিকে শত্রুর দল ।

কত মানুষকে ক্ষতবিক্ষত করে
কত মানুষে জীবন্ত দেহ আগুনে পুড়িয়েছে,
হানাদার শত্রু বাহিনী করেছে ধ্বংস
সবার স্বপ্ন করেছে বিনষ্ট।

কত মায়ের আহাজারী আজো বইছে
সব কিছুর বিনিময়ে এসেছিল স্বাধীনতা,
আজ কোথায় স্বাধীনতা
আজ ভাইয়ে ভাইয়ে নেই ভেদাভেদ।

নাই কোন আইনশৃঙ্খলা
নাই কোন নীতি রেওয়াজ
নাই কোন সন্মান নাই কোন ইজ্জত ;
তার জন্য কি লক্ষ মানুষের প্রানের বিনিময়ে
হয়েছিল স্বাধীন দেশ।

আজ যারা শহীদ হয়েছে তাদের আত্মার কি বলে ?
তারা কাদের জন্য যুদ্ধ করেছিল ?
আজ কি দেখিতে পারিতেছে তারা
এই কি স্বাধীনতার চেতনা ।

যে দেশের জন্য ,মায়ের জন্য গড়েছিল
লাল সবুজের পতাকা ,
কোথায় আজ স্বাধীনতা
আজ সবাই যেন নরকে বসবাস করছে।

কে রক্ষা করবে মা বোনের ইজ্জত ,
এমন কি কেউ আছে আজ প্রতিবাদ
করলে কাল দেখবে তাদের লাশ ,
তার জন্য কি শহীদের বলিদান
স্বাধীন দেশে স্বাধীন ভাই বোন সবাই একত্রিত হয়ে
সুন্দর দেশ গড় ,সুন্দর সমাজ গড়।।

বাংলাদেশ সময়: ৯:০০:৫৪   ৭২৩ বার পঠিত