শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮
তৃণমূলের আওয়ামী লীগ অনেক শক্তিশালী,তাকে মোকাবেলা করতে বিএনপি ভয় পাচ্ছে-তোফায়েল
Home Page » জাতীয় » তৃণমূলের আওয়ামী লীগ অনেক শক্তিশালী,তাকে মোকাবেলা করতে বিএনপি ভয় পাচ্ছে-তোফায়েল
বঙ্গ-নিউজ: আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ভোলা-১আসনের আ’লীগের মনোনীত প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘তৃণমূলের আওয়ামী লীগ অনেক শক্তিশালী। এখন আওয়ামী লীগকে মোকাবেলা করতে তারা ভয় পাচ্ছে।
বিএনপি ক্ষমতায় থাকাকালীন তারা আওয়ামী লীগের উপর অনেক অত্যাচার করেছে। আমার বাসায় বোমা মেরেছে, বাসা ভেঙেছে। আমরা দশ বছরে কোনো অত্যাচার নির্যাতন করি নি।’
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকালে ভোলায় নিজ নির্বাচনী এলাকাশ এক পথ সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বিএনপির নেতারা দশ বছর এলাকায় আসেনি। এখন জনরোষের ভয়ে এলাকায় আসতে ভয় পাচ্ছে। ঢাকায় বসে খবরের কাগজে বিবৃতি দিয়ে বিভ্রান্তি ছাড়াচ্ছে। তারা বলছে তাদের এলাকায় আসতে দিচ্ছে না।
আয়োজিত পথ সভায় ভোলা সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ছগীর মাস্টার ও পূর্ব ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মিয়া মোহাম্মদ সিরাজের সভাপত্বিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন (টুলু), সদর উপজেলার চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম নকিব,আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
বাংলাদেশ সময়: ৮:৩৭:৪০ ৪০০ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম