মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮
মধ্যনগরে বিএনপির জনসভা অনুষ্ঠিত
Home Page » বিবিধ » মধ্যনগরে বিএনপির জনসভা অনুষ্ঠিতআল-আমিন আহমেদ সালমান,স্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজঃএকাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সুনামগঞ্জ-১ বিএনপির মনোনিত প্রার্থীকে নির্বাচিত করার লক্ষে মধ্যনগরে মঙ্গলবার বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে জনসভার আয়োজন করে মধ্যনগর থানা বিএনপি ও এর অঙ্গসংগঠন।
মধ্যনগর থানা বিএনপির সভাপতি সবুজ মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনিত প্রার্থী নজির হোসেন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল,সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক,ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতালিব খাঁন,ধর্মপাশা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিকুন্নাহার শিল্পী, মধ্যনগর থানা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু,সাবেক সাধারন সম্পাদক আবুল বাসার।
এছাড়াও আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহসম্পাদক এম.শহীদ,
মধ্যনগর থানা যুবদলের আহবায়ক কামাল হোসেন।
উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সুজন মিয়া,ছাত্রদলের আহবায়ক গোলাম ছয়ফুল,মধ্যনগর থানা সাইবার দলের সহসভাপতি মো তাজুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা রায়হান উদ্দীন,ছাত্রদল নেতা মিজানুর রহমান মিনু,সাগর প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯:১৭:৫৩ ৪৮৬ বার পঠিত