মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮

মানবতাবিরোধী সাঈদীর পুত্রকে প্রত্যাখ্যান করে নাজিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

Home Page » প্রথমপাতা » মানবতাবিরোধী সাঈদীর পুত্রকে প্রত্যাখ্যান করে নাজিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজ: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরূপকাঠী) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমরণ কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামিম সাঈদীকে মেনে নিতে নারাজ মুক্তিযোদ্ধা কমান্ড ও প্রজম্ম-৭১।

আজ মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে শামিম সাঈদীকে প্রত্যাখ্যান করে নাজিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে।

নাজিরপুর প্রেসক্লাবের সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমরণ কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামিম সাঈদীকে প্রত্যাখ্যান করে আগামী নির্বাচনে তাকে অযোগ্য ঘোষণার দাবি জানান।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন, উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান ডালিম, সাধারণ সম্পাদক সুমন হাওলাদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮:৫৮:২১   ৩৬৭ বার পঠিত   #  #  #  #  #  #