মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে “ইন্টার ইউনিভার্সিটি ইনোভেটিভ আইডিয়া কনটেস্ট-২০১৮ শুরু

Home Page » প্রথমপাতা » কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে “ইন্টার ইউনিভার্সিটি ইনোভেটিভ আইডিয়া কনটেস্ট-২০১৮ শুরু
মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮



 

  

ফাইল ছবি

সৌরভ বর্মন গৌতম, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,বঙ্গ-নিউজ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত “ইন্টার ইউনিভার্সিটি ইনোভেটিভ আইডিয়া কনটেস্ট-২০১৮”এর সেরা ১০ টি বিশ্ববিদ্যালয় এর অংশ গ্রহণের মধ্যে দিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২ ডিসেম্বর। এর আগে প্রতিযোগিতাটিতে ৫৮ টি সরকারি,বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।প্রতিযোগিতায় ৩০০ এর অধিক আইডিয়া জমা দেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।সেখান থেকে টপ আইডিয়া বাছাই এর মাধ্যমে সেরা ১০ টি বিশ্ববিদ্যালয় ফাইনাল রাউন্ডে যায়। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত (সর্বনিম্ন ৩ জন ও সর্বোচ্চ ৪ জন) সমন্বয়ে গঠিত শিক্ষার্থীদের দলগুলো পূর্বে উল্লেখিত ৪টি বিষয়ে ১.অনলাইন সাবমিশন, ২.সেকেন্ড রাউন্ড ও ৩. গ্রান্ড-ফিনালে এই তিনটি ধাপে নিজেদের আইডিয়াটি তুলে ধরার সুযোগ পেয়েছে সরকারি বেসরকারি ৫৮ টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। এছাড়া,ফাইনাল রাউন্ডে বিজয়ীরা পাবে ২০,০০০/ টাকা অর্থমূল্য পুরস্কার। ক্রেস্ট,সার্টিফিকেট, ৪ হাজার৭০০ টাকা মূল্যমানের প্রফেশনা অনলাইন কোর্স। উল্লেখ্য, ক্যারিয়ার ক্লাব আয়োজিত প্রতিযোগিতাটির অর্থায়নে রয়েছে জে.সি গ্রুপ। এছাড়াও অন্যান্য অংশীদার হিসেবে রয়েছে, মিডিয়া পার্টনার; দ্যা ডেইলি স্টার, দৈনিক ইত্তেফাক ও সহযোগী, টেকনোলোজি পার্টনার; টেকব্রোস,আবাসন পার্টনার; হোটেল আমির ইন্টারন্যাশনাল, ই-লার্নি পার্টনার; বহুব্রীহি,আউটরিচ পার্টনার; ইয়্যুথ অপরচুনিটিস,ইয়াং এঙ্গেজমেন্ট পার্টনার; ওয়াই এস আই বাংলাদেশ,স্ট্র্যাটেজিক পার্টনার; বাংলাদেশ ইনোভেশন ফোরাম, অনলাইন মিডিয়া পার্টনার; জাগো নিউজ, বেভারেজ পার্টনার; নেসকেফ, রেডিও পার্টনার; রেডিও গুনগুন, গিফ্ট পার্টনার; গিগাবাইট বাংলাদেশ, নলেজ পার্টনার; মাস্টার ওইথ সিরাত ডট কম ও ব্রডকাস্ট পার্নার; জে টিভি।    সৌরভ বর্মন গৌতম

বাংলাদেশ সময়: ১৮:২৮:২২   ৫৩৫ বার পঠিত   #  #  #  #  #  #