মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮

জ ন গ ণ - ম,বজলুর রাহমান

Home Page » বিনোদন » জ ন গ ণ - ম,বজলুর রাহমান
মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮



 

ম, বজলুর রাহমান

জ ন গ ণ;

চরাচরে, মানব সভ্যতার মহা সমুদ্দুর তীরে
বহে ধীরে…। সদা কৌতুহলী, সপ্রাণ।
ছল ছল আঁধারের ভীরে-
অনন্ত কল্লোল-
ওরা বলে- ’দ্য পিপল’।
কখনও ক্ষমতার উৎস
অবিনাশী সেনা, ঝড়বাদলে জুযুৎসু।
প্রতিবাদে- সিডর, কালবৈশাখী ঝড়
দুর্জনের ন্যাতানো বুকে হাপর ধড়ফড়।
চিরকাল…
ভোট দেয় কে? জনগণ্।
ক্ষমতায় চায়কে? জনগণ।
মাঠে- ময়দানে উত্তাল। প্রত্যাশার তুমুল কড়তালি
চৈতালি হাওয়ায় ঘুলঘুলি, প্রতারণায় চোখের বালি।
যত- আলাপ প্রলাপ সংলাপ
সবই জানে। তবু নিরুত্তাপ।
ধরাধামে বিচিত্র নামে, কোথা নেই জনগণ ?
সবই জনগণের কল্যাণে; যা কিছু আয়োজন !
তবে, যত গোল, দৃষ্টিভঙ্গির ডামাডোল।
ইংরেজি ‘ছয়’ সংখ্যার ম্যাজিক জ্যামিতি
দেখায় ‘ছয়’, দেখে ‘নয়’, তাজ্জব ভীমরতি।
অফুরাণ সরবরাহের এক আজব মূলধন
কোথাও- ফিক্সড ডিপোজিট, বিলক্ষণ।
রাজনীতির ‘ঝোলে ঝালে অম্বলে’
এক অমোঘ উপাদান,কালে কালে।
রোদ বৃষ্টি জলেও- ভরপুর
নবাঙ্কুর। আবহমান…
জ ন গ ণ।
—————————————-
৮ ডিসেম্বর, ২০১৮।

বাংলাদেশ সময়: ১১:৩৪:২৩   ৪৮৯ বার পঠিত   #  #  #  #  #  #