মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ, আজও জয়ের লক্ষ্যে মাঠে নামবে
Home Page » ক্রিকেট » ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ, আজও জয়ের লক্ষ্যে মাঠে নামবে
বঙ্গ-নিউজ: বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। তাই আজও জয়ের লক্ষ্যে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে। এটিও দিবা-রাত্রি ম্যাচ হবে।
স্বাভাবিকভাবেই ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস তুঙ্গে। সেই আত্মবিশ্বাসকে পুঁজি করেই আজ বাংলাদেশ ওয়ানডে সিরিজ নিশ্চিত করতে চাইবে।
অপরদিকে, দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়া ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ঘুরে দাঁড়াতে চায়।
এদিকে, একাদশের বাইরের সকল খেলোয়াড়কে নিয়ে ঘাম ঝরিয়েছে টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে জয় পাওয়ায় ‘উইনিং কম্বিনেশন’ ধরে রাখার পক্ষে বাংলাদেশ। মিরপুরে দ্বিতীয় ম্যাচেও একই একাদশ নিয়ে মাঠে নামতে পারেন মাশরাফিরা। আরেকটি জয়ের অপেক্ষায় গোটা বাংলাদেশ। আরেকটি সিরিজ জয়ের অপেক্ষায় টিম ম্যানেজমেন্ট।
আগামী ১৪ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এছাড়া তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ১৭, ২০ ও ২২ ডিসেম্বর।
বাংলাদেশ ওয়ানডে দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লা রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ সময়: ১১:১৫:৪৬ ৪৭৬ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম