মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮

খালেদা নয়, এবার ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন ড. কামাল হোসেন

Home Page » এক্সক্লুসিভ » খালেদা নয়, এবার ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন ড. কামাল হোসেন
মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজ: বরাবরের মতো সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ভোটের প্রচার শুরু করবেন ধানের শীষ মার্কার প্রার্থীরা।

অন্যান্য নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে এ প্রচারণা শুরু হলেও এবার ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

প্রচারণা শুরু করার উদ্দেশ্যে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলের শীর্ষ নেতাদের মঙ্গলবার অথবা বুধবার সিলেটে যাওয়ার কথা রয়েছে।

সেখানে হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরাণ (রহ.) ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর মাজার জিয়ারত শেষে আনুষ্ঠানিক প্রচারে নামবেন নেতারা।

এবার খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার বিকল্প হিসেবে ড. কামাল হোসেনকে নির্বাচনের প্রচারে সামনে রাখতে চাইছে দুই জোট।

বাংলাদেশ সময়: ১০:৫৬:১৩   ৮৬৬ বার পঠিত   #  #  #  #  #  #