সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮
মধ্যনগরের বংশীকুন্ডায় নৌকার পক্ষে মিছিল
Home Page » সারাদেশ » মধ্যনগরের বংশীকুন্ডায় নৌকার পক্ষে মিছিলস্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজঃসুনামগঞ্জের মধ্যনগর থানার বংশীকুন্ডা বাজারে সোমবার বিকেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আ.লীগের মনোনিত প্রার্থীকে সুনামগঞ্জ-১ আসনে নির্বাচিত করার লক্ষ্যে নৌকার পক্ষে গনমিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মিছিলটি বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের কার্যালয় থেকে শুরু হয়ে সারা বাজার প্রদক্ষিণ করে আবার ঐ স্থানে এসে শেষ হয়।
মিছিল শেষে আলোচনা সভায় সভাপতিত্ব বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন আ.লীগের একাংশের সভাপতি মঞ্জুরুল হক ও আ.লীগের একাংশের সাধারন সম্পাদক সুরঞ্জন সরকারের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান,শিক্ষক শামীউল কিবরিয়া, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিম মাহমুদ,মধ্যনগর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন এবং থানা যুবলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিপ্লব বিশ্বাস প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮:৪৬:০৮ ৪৬৪ বার পঠিত