সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮
মনোনয়ন না পাওয়ায় বিএনপির সব সাংগঠনিক পদ পদবী থেকে পদত্যাগ করেন মনির খান
Home Page » প্রথমপাতা » মনোনয়ন না পাওয়ায় বিএনপির সব সাংগঠনিক পদ পদবী থেকে পদত্যাগ করেন মনির খান
বঙ্গ-নিউজ: রাজনীতির মাঠ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আবার সংগীত চর্চা শুরু করবেন বলে জানিয়েছেন কণ্ঠশিল্পী মনির খান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ায় দলের সব সাংগঠনিক পদ পদবী থেকে পদত্যাগ করেন তিনি।
তিনি বলেন, ‘যে কটা বছর রাজনীতির সঙ্গে সংযুক্ত হবার পর কেটে গেছে, এটি আমার জীবনের অ্যাক্সিডেন্ট ছিল। আমার ভুল ছিল। এই ভুলের জন্য আমি বাংলাদেশের সব মানুষের কাছে ক্ষমা প্রার্থী।’
রোববার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, আমি আর কখনও দলে ফিরব না। আমি আমার নিজ জীবন এবং সংগীতচর্চা নিয়ে থাকব।
অতীতের ন্যায় আগামীতেও জনগণ ও দেশবাসীর পাশে থাকবেন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আমি আজ থেকে কোনো দলের অন্তর্ভুক্ত নয়, একজন সংগীতশিল্পী হিসেবে পূর্বের ন্যায় সংগীত কর্মকাণ্ড চালিয়ে যাব। আমি সবার দোয়া চাই। আমি গানের মানুষ প্রাণ খুলে গান গাইতে চাই।
বাংলাদেশ সময়: ১৮:৩২:৪২ ৪৩৭ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম