সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮

ধানের শীষ প্রতীকে ২০ দলীয় জোট থেকে ঢাকা-১৫ আসনে লড়বেন জামায়াত ডা. শফিকুর রহমান

Home Page » এক্সক্লুসিভ » ধানের শীষ প্রতীকে ২০ দলীয় জোট থেকে ঢাকা-১৫ আসনে লড়বেন জামায়াত ডা. শফিকুর রহমান
সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজ: ২০দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে ঢাকা-১৫ আসনে লড়বেন।

জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা বাতিল হওয়ায় তিনি জামায়াত থেকে নির্বাচন করতে পারবেন না। তাই এ নেতাকে ধানের শীষের প্রতীক দিয়েছে বিএনপি।

আজ সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ডা. শফিকুর রহমানকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া হয়।

প্রতীক নিতে আসা শফিকুর রহমানের প্রতিনিধি তাসলিম সাংবাদিকদের বলেন, দেশের পরিস্থিতি আপনারা কম-বেশি সবাই জানেন। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য আমরা (জামায়াত) নির্বাচনে অংশ নিচ্ছি।

উল্লেখ্য, ২০দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী ২২ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার চূড়ান্ত চিঠি পেয়েছে। ৩টি আসনে উন্মুক্তভাবে লড়াই করবে দলটি। জোটের সিদ্ধান্তের বাইরে আরো ২৩টি আসনের মনোনয়ন দেয়া হলেও শেষ পর্যন্ত ১৭টি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধতা পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:২১:২১   ৪৮৮ বার পঠিত   #  #  #  #  #  #