রবিবার, ৯ ডিসেম্বর ২০১৮

বিএনপি কার্যালয়ের সামনে আজও বিক্ষোভ করছে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা

Home Page » প্রথমপাতা » বিএনপি কার্যালয়ের সামনে আজও বিক্ষোভ করছে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা
রবিবার, ৯ ডিসেম্বর ২০১৮



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজ: বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে আজও বিক্ষোভ করছে বিএনপি মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা।

রবিবার (৯ ডিসেম্বর) সকাল থেকেই এ বিক্ষোভ শুরু করেছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের বিপুল সংখ্যক সমর্থকরা।

গত শনিবার (৮ ডিসেম্বর) রাতেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা।

একপর্যায়ে তারা গেট ভেঙে চেয়ারপারসনের কার্যালয়ের ভেতর ঢোকার চেষ্টা করেন। এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, মনোনয়ন বাণিজ্যের সঙ্গে বেশ কয়েকজন নেতা জড়িত রয়েছে। চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স-সিএসএফ এমন পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খায়।

শনিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় শুরু হওয়া এ বিক্ষোভ থামাতে বিএনপি কার্যালয়ের ভেতর থেকে মাইকে বার বার অনুরোধ জানানো হয়। কিন্তু তাতেও তেমন কোনো কাজ হয়নি। উল্টো কার্যালয়ের ভেতরে ইট-পাটকেল নিক্ষেপ করা হয় এলোপাতাড়ি। তড়িঘড়ি করে বন্ধ করে দেয়া হয় ভেতরের কলাপসিবল গেইটও। ইটের আঘাতে ভাঙে বেলকনির থাইগ্লাস, আহত হন কয়েকজন গণমাধ্যমকর্মী।

এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুরে মনোনয়ন না পাওয়ার কারণে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের পক্ষে স্লোগান এবং বিক্ষোভ করেন। পরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ফলাফল কলাপসিবল গেইটে তালা দেন। তালা ঝুলিয়ে কার্যালয় অবরুদ্ধ করা হয়। প্রায় দেড় ঘণ্টা পর গেট খুলে দিয়ে জাতীয় প্রেস ক্লাবে এসে তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন ১২ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়। সংবাদ সম্মেলন শেষে তার সমর্থকরা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দিকে রওনা হয়।

এছাড়াও শনিবার রাত আড়াইটার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িকেও অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে মির্জা ফখরুলের গাড়িতে হামলা চালানো হয়। এ সময় গাড়ির গ্লাস ভেঙে যায় এবং চালক হেলাল আহত হন।

উল্লেখ্য, শুক্রবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২০৬ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

মনোনয়ন প্রাপ্তদের চূড়ান্ত নাম ঘোষণার পরপরই কার্যালয়টি নেতাকর্মীদের আনন্দ উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে। এসব নেতার কেউ সাবেক এমপি আবার কেউবা নতুন মুখ। একে অন্যের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন। আবার কেউ দীর্ঘদিন পর ঘনিষ্ঠ কাউকে পেয়ে বুকে জড়িয়ে ধরছেন। সবমিলে গুলশানের বিএনপি অফিস এখন সরগরম।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:৩৯   ৪২৬ বার পঠিত   #  #  #  #  #  #