শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮
মধ্যনগরে শ্রমিকলীগের আয়োজনে তৃণমূল আ.লীগের বর্ধিত সভা
Home Page » বিবিধ » মধ্যনগরে শ্রমিকলীগের আয়োজনে তৃণমূল আ.লীগের বর্ধিত সভাস্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজঃ সুনামগঞ্জের মধ্যনগর থানা জাতীয় শ্রমিকলীগের আয়োজনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মধ্যনগর থানা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৭ ডিসেম্বর) মধ্যনগর বাজারস্থ শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত বর্ধিত সভায় মধ্যনগর থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি এসএম শামসুদ্দীন মাস্টারের সভাপতিত্বে ও মধ্যনগর থানা যুবলীগের সাধারন সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের আওয়ামীলীগের মনোনিত প্রার্থী এমপি মোয়াজ্জেম হোসেন রতন। বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল,মধ্যনগর থানা আওয়ামীলীগের আহবায়ক গিয়াস উদ্দিন নূরী,সাবেক মধ্যনগর থানা ছাত্রলীগের সভাপতি ও হাওড় গবেষক সজল কান্তি সরকার,মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ,মধ্যনগর থানা জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক মন্তোষ সরকার প্রমুখ।
সুনামগঞ্জ-১ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী এমপি মোয়াজ্জেম হোসেন রতন বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার। আওয়ামীলীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। জননেত্রী শেখ হাসিনা আমাকে সুনামগঞ্জ-১ আসনে তৃতীয় বারের মতো আপনাদের পাশে থেকে সেবা করার জন্য আমাকে পাঠিয়েছেন। তাই আপনাদের প্রতি আমার বিনীত আহবান পূনরায় আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে আপনাদের সেবা করার সুজোক দিন।এছাড়াও তিনি আরোও নানান উন্নয়নের প্রতিশ্রুতি তার বক্তব্যে তুলে ধরেন।
বাংলাদেশ সময়: ১৯:৪০:১৩ ৫৪৪ বার পঠিত