শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮
অজানা কারণে স্থগিত করা হয়েছে ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা
Home Page » প্রথমপাতা » অজানা কারণে স্থগিত করা হয়েছে ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা
বঙ্গ-নিউজ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত চূড়ান্ত প্রার্থীদের আংশিক তালিকা গণমাধ্যমে ঘোষণা দেওয়া কথা ছিল শুক্রবার।
শুক্রবার (৭ ডিসেম্বর) বিকেল ২ টায় ঐক্যফ্রন্টের কার্যালয় থেকে এ তালিকা জানানোর কথা থাকলেও তা অজানা কারণে স্থগিত করা হয়েছে। ২০ দলীয় জোটেরও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা কথা ছিল আজ। সেটিও স্থগিত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঐক্যফ্রন্টের সমন্বয়ক মোস্তফা মহসিন মন্টু। তিনি বলেন, ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করতে জাতীয় ঐক্যফ্রন্টের আজ ৩টার সংবাদ সম্মেলন অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এখনও আমরা কয়টি আসনে প্রার্থী চূড়ান্ত করতে পারিনি।
এর আগে বৃহস্পতিবার থেকে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা নিয়ে চলছে নানা নাটকীয়তা। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকেলে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন রাত ৮টায় আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। পরে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভায় বিএনপির আংশিক প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে কেউ কেউ আপত্তি জানালে বিএনপি তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে।
বাংলাদেশ সময়: ১৮:০১:২২ ৪৩২ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম