শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮

একাধিক মনোনয়ন থাকা আসনগুলোতে একক প্রার্থী ঘোষণা করেছে মহাজোট

Home Page » জাতীয় » একাধিক মনোনয়ন থাকা আসনগুলোতে একক প্রার্থী ঘোষণা করেছে মহাজোট
শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮



প্রতীকি ছবি

বঙ্গ-নিউজ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একাধিক মনোনয়ন থাকা আসনগুলোতে একক প্রার্থী ঘোষণা করেছে মহাজোট। কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম।

একই সাথে দলের দ্বৈত প্রার্থীদের মধ্যে একক প্রার্থীর চিঠি দেয়া হচ্ছে। শিরীন শারমীন চৌধুরীকে রংপুর (পীরগঞ্জ) আসনে দলের মনোনয়ন দেয়া হয়েছে।

একাধিক মনোনয়ন থাকা আসন গুলোতে যারা মনোনয়ন পেলেন-

নড়াইল-১ আসনে বি, এম কবিরুল হক, পটুয়াখালি- ২ আ .স . ম ফিরোজ, টাঙ্গাইল -২ ছোট মনির, কিশোরগঞ্জ-১ সৈয়দ আশরাফুল ইসলাম, চাঁদপুর -১ ড. মহিউদ্দিন খান আলমগীর, চাঁদপুর-৪ মুহাম্মদ শফিকুর রহমান, লক্ষ্মীপুর -৩ এ,কে, এম শাহাজাহান কামাল আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১২:৫৩:২১   ৪২৫ বার পঠিত   #  #  #  #  #  #