বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮

দুই বছর বয়সী শিশু হত্যার অভিযোগে বাবার বিরুদ্ধে মায়ের মামলা

Home Page » আজকের সকল পত্রিকা » দুই বছর বয়সী শিশু হত্যার অভিযোগে বাবার বিরুদ্ধে মায়ের মামলা
বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ রাজধানীর বাংলামোটরে নূর সাফায়েত নামে দুই বছর বয়সী শিশুকে হত্যার অভিযোগে গতকাল বুধবার রাতে শাহবাগ থানায় মামলা হয়েছে। বাবা নুরুজ্জামান কাজলকে আসামি করে মামলাটি করেন সাফায়েতের মা মালিহা আক্তার।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার  বলেন, সাফায়েতের মা গতকাল রাতে যে অভিযোগ দিয়েছেন, এর ভিত্তিতে মামলা হয়েছে। সে অনুযায়ী মামলার পরবর্তী কার্যক্রম চলবে।

গতকাল বুধবার বাংলামোটরের লিংক রোডের খোদেজা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উল্টো দিকের ১৬ নম্বর বাড়ির ভেতর থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। এর আগে বেলা ১টা ৫০ মিনিটে ওই শিশুর বাবা নুরুজ্জামান কাজলকে আটক করে শাহবাগ থানার দিকে নিয়ে যাওয়া হয়।

সকালে ওই বাসায় এক বাবা তাঁর দুই শিশুসন্তানকে ‘জিম্মি’ করে রেখেছেন—এমন সংবাদে বাসাটি ঘিরে ফেলে পুলিশ। কিছুক্ষণ পর র‍্যাব, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যেরা ঘটনাস্থলে যান।

বাংলাদেশ সময়: ১১:১৫:৪৬   ৪৭০ বার পঠিত