বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮

অরিত্রী আত্মহত্যার ঘটনায় তার শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে গ্রেফতার

Home Page » আজকের সকল পত্রিকা » অরিত্রী আত্মহত্যার ঘটনায় তার শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে গ্রেফতার
বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় তার শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে।

ডিবির (পূর্ব) সহকারী কমিশনার (এসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পল্টন থানায় অরিত্রীর বাবা আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার যে মামলা দায়ের করেছেন, সেই মামলার তিন নম্বর আসামি হাসনা হেনা। তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:০৬:৫৫   ৫০৬ বার পঠিত   #  #  #