বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮
মধ্যনগরে সাংবাদিকদের ওপর হামলা!
Home Page » বিবিধ » মধ্যনগরে সাংবাদিকদের ওপর হামলা!বঙ্গ-নিউজঃসুনামগঞ্জের মধ্যনগরে বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে মধ্যনগর বাজার জামে মসজিদের সামনে মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি, সম্পাদক,দপ্তর সম্পাদকও সদস্যসহ চার সাংবাদিকের ওপর অতর্কিত ভাবে হামলা, অকথ্য ভাষায় গালিগালাজ, প্রাণ নাশের হুমকিসহ হা-পা কেটে ও চোখ উঠিয়ে নেওয়ার হুমকি প্রদান করে।
মধ্যনগর থানা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম খান ও তার দলের পান্ডারা।
হামলার শিকার চারজন সাংবাদিক হলেন মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক আজকের সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার এম এ মন্নান,মধ্যনগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক সিলেটের দিনকাল ও দৈনিক জনতার কন্ঠের মধ্যনগর প্রতিনিধি অমৃত জ্যোতি ,বঙ্গ-নিউজ ও দৈনিক সুনামগঞ্জের সময়ের স্টাফ রিপোর্টার আল আমিন আহমেদ সালমান,দৈনিক উত্তরের আলোর মধ্যনগর প্রতিনিধি সুরঞ্জন তালুকদার।
এছাড়াও জাহাঙ্গীর আলম খাঁঁন ও তার দলের পান্ডারা সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দ্বিপঙ্কর কান্তি দে কে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।
জাহাঙ্গীর আলম খানের সাথে পান্ডারা হলো আল আমিন,রবিন মজুমদার, মনি বিশ্বাস,অপু সরকার,পরান।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে ছিলেন রহুল আমিন তালুকদার রব,এমদাদুল হক,বিকাশ তালুকদার,চান মিয়া সহ আরো অনেকেই।
এই অপ্রীতিকর ঘটনার পর মধ্যনগর প্রেসক্লাব কর্তৃপক্ষ এক জরুরী বৈঠকের আহবান করে।সভার সম্মতিক্রমে আওয়ামীলীগের সকল প্রকার সংবাদ প্রকাশ বর্জন করবে বলে সিদ্ধান্ত নেন প্রেসক্লাব কর্তৃপক্ষ।
এই নগ্ন ঘটনার জন্য মধ্যনগরের সর্বস্তরের সুশীল সমাজ তীব্র নিন্দা জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২০:১৭:১৫ ৮৫০ বার পঠিত