শনিবার, ২২ জুন ২০১৩

সিআইএ সিরিয়ার জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে

Home Page » বিশ্ব » সিআইএ সিরিয়ার জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে
শনিবার, ২২ জুন ২০১৩



6776-4587-300x200.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ সিরিয়ার জঙ্গিদেরকে ট্যাংক ও বিমান বিধ্বংসী অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র গোয়েন্দারা। গোপনে দেয়া এই প্রশিক্ষণ গত কয়েক মাস ধরে অব্যাহত রয়েছে বলে জানিয়েছে, আমেরিকার দৈনিক লস অ্যাঞ্জেলস টাইমস।খবরে বলা হয়েছে, গত বছরের নভেম্বরে জর্দানের দক্ষিণপশ্চিম মরুভূমিতে মার্কিন একটি নতুন ঘাটি স্থাপনের পর থেকে এ জাতীয় গোপন প্রশিক্ষণ দেয়ার তত্পরতা শুরু হয়েছে।

এক বিদ্রোহী কমান্ডারের বরাত দিয়ে এ খবরে আরো বলা হয়েছে রুশ নির্মিত ১৪.৫ এমএম ট্যাংক বিধ্বংসী রাইফেল, ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ২৩ এমএম বিমান বিধ্বংসী অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

এছাড়া খবরে এ জাতীয় প্রশিক্ষণ তত্পরতা তুরস্কেও চলছে বলে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার বিদ্রোহীদের সরাসরি অস্ত্র যোগানোর জন্য সিআইএ’কে নির্দেশ দেয়ার এক সপ্তাহের বেশি সময়ের মধ্যেই এ জাতীয় খবর প্রকাশ হলো। সিরিয়া সরকারের কথিত রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে এ নির্দেশ দিয়েছিলেন ওবামা।

অবশ্য সিরিয়া সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহারের ভিত্তিহীন ও ন্যক্কারজনক এ সব অভিযোগ সরাসরি ও স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করেছে।

বাংলাদেশ সময়: ১৪:১২:৪৯   ৪০২ বার পঠিত