বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮
বৃহস্পতিবার সাপ্তাহিক ভাঙ্গার কন্ঠ পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী
Home Page » প্রথমপাতা » বৃহস্পতিবার সাপ্তাহিক ভাঙ্গার কন্ঠ পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীএস এম শাকিল আহমাদ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ- দেশ ও জাতীর অবস্থান সম্পর্কে লিখনীর মাধ্যমে তুলে ধরতে ২০১১ সালের ১৬ই ডিসেম্বর এক শুভ লগ্নে প্রতিষ্ঠিত হয় ফরিদপুর জেলার ভাঙ্গা বাজার থেকে প্রকাশিত ভাঙ্গা উপজেলার সন্তান মোঃ মজিবর রহমান মুন্সির সম্পাদনা ও প্রকাশনায় “সাপ্তাহিক ভাঙ্গার কন্ঠ”। আম জনতার সুখ-দুঃখ, আইন, বিচার ব্যবস্থা, দূর্ণীতি, রাজনীতি, খেলা-ধুলা তথা জাতীর যাবতীয় কথা তুলে ধরতেই “সাপ্তাহিক ভাঙ্গার কন্ঠ” অঙ্গিকার বদ্ধ হয়ে সাফল্যের সাথে ছয়টি বছর পার করে ৭ম বছরে পদার্পণ করেছে। “সাপ্তাহিক ভাঙ্গার কন্ঠ” পত্রিকার ৭ম বর্ষ পূর্তি উদযাপন ও ভাঙ্গা প্রেস ক্লাবের নবাগত কমিটির অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মোঃ মজিবর রহমান মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুবলীগের কার্যকরী সদস্য কামরুজ্জামান কাফি ও এম হক বাবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভাঙ্গা পৌর সভার মেয়র আবু ফয়েজ মোঃ রেজা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আকরামুজ্জামান রাজা, সাংগঠনিক সম্পাদক সোবাহান মুন্সী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু, সহ-সভাপতি শেখ সৈয়দ আলী, সাংগঠনিক সম্পাদক মাহামুদ হোসেন মাসুদ। অনুষ্ঠানের উপস্থাপনা করবেন অধ্যাপক মিজানুর রহমান, মোঃ জাকির মুন্সি ও মাসুম আল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান করবেন মোঃ শওকত হোসেন মোল্লা ও এস এম শাকিল আহমাদ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সময়: ১৭:৫৭:৫৪ ৫৫৪ বার পঠিত #বৃহস্পতিবার সাপ্তাহিক ভাঙ্গার কন্ঠ পত্রিকার ৭ম প্রতিষ্ঠ