বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮
জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেয়ায় সরকার অনিশ্চয়তার মধ্যে পড়েছে: ড. কামালের
Home Page » প্রথমপাতা » জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেয়ায় সরকার অনিশ্চয়তার মধ্যে পড়েছে: ড. কামালের
বঙ্গ-নিউজ: জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেয়ায় সরকার অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। এ সময় তিনি ভোট কেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানান।
বুধবার (৫ ডিসেম্বর) পুরানা পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে বিকাল ৪ টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ড. কামাল বলেন, সবাইকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। আর এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে, সরকার যাতে ২০১৪ সালের মত আরেকটা যেনতেন নির্বাচন করতে না পারে।
তিনি বলেন, আগামী ৮ তারিখে ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা করা হবে। আর ইশতেহার হবে একটাই এবং সব দলের সমন্বয়ে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি আসম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টুসহ ঐক্যফ্রন্টের নেতারা।
বাংলাদেশ সময়: ১৭:২৪:০৬ ৪৫৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম