বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮
কলমের খোঁচায় বিএনপির মহাসচিব, সচিব পাল্টাতে পারে কিন্তু আওয়ামী লীগে নয়:ওবায়দুল কাদের
Home Page » জাতীয় » কলমের খোঁচায় বিএনপির মহাসচিব, সচিব পাল্টাতে পারে কিন্তু আওয়ামী লীগে নয়:ওবায়দুল কাদের
বঙ্গ-নিউজ: সাংগঠনিক দুর্বলতার কারণে গণহারে মনোনয়ন দিয়েছে বিএনপি। তারা মনোনয়ন নিয়ে বাণিজ্য করেছে বলে মন্তব্য করেছে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ নেতার সমাধীস্থলে শ্রদ্ধাজ্ঞ্যাপন শেষে সাঙ্গবাদিকদের তিনি একথা জানান।
এময় তিনি বলেন, কলমের খোঁচায় বিএনপির মহাসচিব, সচিব পাল্টাতে পারে কিন্তু আওয়ামী লীগে নয়।
বাংলাদেশ সময়: ৮:৫৯:২৫ ৩৮৫ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম