সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাত দিন ব্যাপী নাট্য উৎসবের বর্ণাঢ্য সমাপ্তি

Home Page » প্রথমপাতা » কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাত দিন ব্যাপী নাট্য উৎসবের বর্ণাঢ্য সমাপ্তি
সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮



সৌরভ বর্মন গৌতম

সৌরভ বর্মন গৌতম, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,বঙ্গ-নিউজ: গতকাল ২ রা ডিসেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাত দিন ব্যাপী চতুর্থ বার্ষিক নাট্য উৎসবের বর্ণাঢ্য সমাপ্তী ঘটে । দেশী বিদেশী স্বনাম ধন্য নাট্যকারের ২৬ টি নাটক পরীক্ষা প্রযোজনা হিসেবে তরুণ নির্দেশকরা নির্দেশনা দেন । সাত দিন ব্যাপী জাককানইবি তে উৎসব মুখর সময় কাটে । নাট্যোৎসবের প্রত্যেকটি নাটকের শো তে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । নাটক শেষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সভাপতি আতাউর রহমান রাজু জাককানইবি এর প্রক্টর ইজ্জ্বল কুমার প্রধান ,থিয়েটার এ্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ইসমত আরা ভূঁইয়া ইলা ও বিভাগের শিক্ষক মন্ডলী প্রমুখ উপস্থিত ছিলেন ।

ছবি নিজস্ব প্রতিনিধি

এবারে নাট্য উৎসবে চারুকলা বিভাগের এস আমেদ ফাহিম , বিভাগের মাহফুজুর রহমান অর্ণব এবং এহতেশামসুল হক অন্তরকে “নিবেদিত প্রাণ নাট্যকর্মী“ হিসেবে সনদ প্রদান করা হয় । এছাড়া বিভাগের নাট্য প্রযোজনার সাথে সম্পৃক্ত অনান্য শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়। নাটকের সংখ্যা ২৬ হলেও রিহার্সাল স্পেস ছিল মাত্র তিনটি ছিল না পর্যাপ্ত সময় । অধিকাংশ অভিনেতাদের একাধিক নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে হয়েছে । নাট্য প্রযোজনা কোর্সের কোর্স শিক্ষক মাজারুল হোসেন তোকদার বিভাগের সকলের প্রতি কৃতঙ্গতা প্রকাশ করেন । সকল প্রতিবন্ধকতা কাটিয়ে চতুর্থ বার্ষিক নাট্য উৎসব সফল ভাবে শেষ হওয়ায় উক্ত নাট্য উৎসবের আহবায়ক ইসমত আরা ভূঁইয়া ইলা বিভাগের সকলের এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি কৃতঙ্গতা প্রকাশ করেন এবং সাত দিন ব্যাপী নাট্য উৎসবের সমাপ্তি ঘোষণা করেন ।

বাংলাদেশ সময়: ২০:২৯:৫১   ৫৬৫ বার পঠিত   #  #  #  #  #  #