সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮

রাজধানীর পুর্বাচলে বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে, এটি পরিচালনা করবে বাংলাদেশ বিমান বাহিনী

Home Page » জাতীয় » রাজধানীর পুর্বাচলে বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে, এটি পরিচালনা করবে বাংলাদেশ বিমান বাহিনী
সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮



 

 

ফাইল ছবি   

বঙ্গ-নিউজ: ঢাকায় নতুন একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে। এ লক্ষ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোম্পেস বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর পুর্বাচলে এ বিশ্ববিদ্যালয় নির্মাণ হবে। বাংলাদেশ বিমান বাহিনী এ বিশ্ববিদ্যালয়টি পরিচালনা করবে।

উল্লেখ্য, এ বৈঠক বর্তমান সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক। এছাড়াও এ বৈঠক বর্তমান সরকারের ২০৩ তম মন্ত্রিসভার বৈঠক। একইসঙ্গে এটি চলতি বছরের (২০১৮) ৩০ তম বৈঠক।

বাংলাদেশ সময়: ১৯:৫৬:২৯   ৪৬৪ বার পঠিত   #  #  #  #  #  #