
সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮
মনোনয়নপত্র বাতিলের পুরো বিষয়টি নির্বাচন কমিশনের বিষয়: ওবায়দুল কাদের
Home Page » জাতীয় » মনোনয়নপত্র বাতিলের পুরো বিষয়টি নির্বাচন কমিশনের বিষয়: ওবায়দুল কাদের
বঙ্গ-নিউজ: মনোনয়নপত্র বাতিলের পুরো বিষয়টি নির্বাচন কমিশনের বিষয়, এর সাথে সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (৩ ডিসেম্বর) ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, কোনো অবস্থাতেই আমরা একতরফা ভাবে নির্বাচনে যাব না।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা কোনো অবস্থাতেই একতরফা অবস্থার সৃষ্টি করে নির্বাচনে লড়াই করতে চাই না। এটা ওয়ান সাইডেড গেম, ওয়ান সাইডেড ম্যাচ হোক আমরা চাই না। ’
এখন প্রশাসন, পুলিশ, নির্বাচন সবকিছুই নির্বাচন কমিশনের অধীনে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘সরকারের একজন মন্ত্রী হিসেবে আমি চেষ্টা করবো যাতে কোনোভাবেই আপনার এলাকার লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষুণ্ন না হয়। আমি এ ব্যাপারে কথাও বলেছি।কারণ আমরা সরকার, আমাদেরও নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। আমি সেখানে প্রশাসনের সঙ্গে কথা বলেছি। ’
ওবায়দুল কাদের এসময় দেশ জনগণের স্বার্থে জাতীয় ঐক্যফ্রন্টকে নির্বাচন থেকে সরে না যাওয়ার আহবান জানান।
বাংলাদেশ সময়: ১৩:৫১:৪০ ৪৮৩ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম