সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮
তখন…পুরাণ ঢাকায় থাকি- ম, বজলুর রাহমান
Home Page » বিনোদন » তখন…পুরাণ ঢাকায় থাকি- ম, বজলুর রাহমান——————————-
তখন… পুরাণ ঢাকায় থাকি-
(অবশ্য, এখনও আছি, কাছাকাছি)
কোকিল আজও করে ডাকাডাকি।
অলস রাত, নির্জণ দুপুর, অবসরে
কত কথা, কত স্মৃতি মনে পড়ে…
আহলাদী মেঘের রুপালী চাদর
ঝুম ঝুম অকাল বৃষ্টির ভাদর।
দীপ না জ্বালানো সন্ধ্যা বেলা
রুবী আপার আদুরে কান মলা।
বাবার বাঁশী কেনার ফাঁকে, বৈশাখী মেলায়
হারিয়ে গিয়েছিলাম, সেই ঘোর বাল্যবেলায়।
মানে ছিলনা তখনও জানা। তবুও-’কেয়া নিশানী বানায়া’?
সামনে পড়লেই, পাশের বাড়ির গুফে আঙকেল
মাথার চুলের ভাঁজ দেখিয়ে মারতেন কথার ঢিল।
বাঁদরের বাঁদরামী, সকাল দুপুর বিকালেে
একদিন বোনটাকে তুলে সোজা গাছের ডালে।
’বায়ান্ন বাজার তিপান্ন গলি। যত বার গেছি, গিয়েছি পথ ভুলি।
একদিনের কথা, খাবো কোক-
হায়, সে এক অদ্ভূত জোক।
’মাহাজন, ঠান্ডা কোকাকোলা হবে?’
দোকানী ঝটিতি-’এসি টা দে তো বে’
পেছনের দিকে একটা ‘ঝনাৎ’ শব্দ
আহা এসি! পরে বুঝে ছিলাম মাহাত্ম্য।
ভাড়ার দরদামে, টাঙ্গা ওয়ালার কুটিল ভ্রুঁকুটি
বাসগুলি যেন মুড়ির টিন; রিকশার হুটোপাটি।
জেলখানার ভেতরদিয়ে শর্টকার্ট পথে
দেখেছি অনেক বার, আসতে যেতে।
কাজের ফাঁকে ফাঁকে, হতের ইশারায়।
কয়েদীদের কথা বিনিময়।
মোড়ের রেস্টুরেন্টে, মাইকে ক্ষণক্ষণ
’আহাহা আজ মেরে মনমে…কত গান।
কডকডি ওয়ালার এক টুকরো ঠনঠনে কডকডি
মায়ের অজান্তে, হাতিয়ে নিয়েছে কত খালাবাডি।
সন্ধ্যাগুলো ধপ করে,কেমন নামতো তাড়াতাড়ি
পথে মিউনিসিপ্যালিটির লন্ঠনের আলো আধারি।
বৃষ্টির দিনে, স্কুলের টিফিনে ডবল গজা
রোজায় চকের ইফতারীর সে কী মজা।
কত কথা… স্মৃতি অফুরাণ
পুরাণ ঢাকায় থাকি তখন।
————————–
১৫ অক্টোবর, ২০১৮।
বাংলাদেশ সময়: ৮:৫৬:১৮ ৫১৪ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম