রবিবার, ২ ডিসেম্বর ২০১৮
জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন পত্রও বাতিল
Home Page » প্রথমপাতা » জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন পত্রও বাতিল
বঙ্গ-নিউজ: জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার। ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
রোববার (২ ডিসেম্বর) বিকেল ৪টায় পটুয়াখালীতে জেলা প্রশাসকের দরবার হলে বাছাই অনুষ্ঠিত হয়।
জেলা রিটার্নিং অফিসার মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, সোস্যাল ইসলামী ব্যাংক ঢাকার গুলশান শাখায় ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
তবে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী আগামী তিনদিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর আপিল করতে পারবেন বলে জানান এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮:২৫:৫২ ৪০২ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম