রবিবার, ২ ডিসেম্বর ২০১৮
বিএনপির মীর সরাফত আলী সপুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ
Home Page » প্রথমপাতা » বিএনপির মীর সরাফত আলী সপুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ
বঙ্গ-নিউজ: বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে গোয়েন্দা পুলিশের যুগ্ম-পুলিশ কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, সপুকে দীর্ঘদিন পুলিশ খুঁজছে। দীর্ঘদিন তিনি পালিয়ে ছিলেন। তার বিরুদ্ধে ৭০টির বেশি মামলা রয়েছে। শনিবার সকালে তথ্য আসে, সপু নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্রমূলক ও নাশকতার চেষ্টা করছেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে গোয়েন্দা টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সপুর বিরুদ্ধে মতিঝিল ও পল্টন থানায় ১৭টিসহ রাজধানীর বিভিন্ন থানায় ৭২টি এজাহারনামীয় মামলা রয়েছে। এছাড়া মুন্সীগঞ্জের শ্রীনগর থানার ২৬টি মামলার পরোয়ানাভুক্ত আসামি তিনি।
বাংলাদেশ সময়: ১১:০৬:৪৪ ৪২০ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম