রবিবার, ২ ডিসেম্বর ২০১৮

বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করবে বিএনপি

Home Page » প্রথমপাতা » বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করবে বিএনপি
রবিবার, ২ ডিসেম্বর ২০১৮



প্রতীকি ছবি

বঙ্গ-নিউজ: আসন্ন একাদশ জাতীয় নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করবে বিএনপি।

তবে এখন পর্যন্ত এই বৈঠকের দিনক্ষণ ও স্থান ঠিক করা হয়নি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় কিংবা যে কোন হোটেলে এই বৈঠক হবে।

এই বৈঠকে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা- গ্রেপ্তার, তফসিল ঘোষণার পরও প্রার্থীদের গ্রেপ্তার, নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর দলীয়করণ নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।

বৈঠকের পূর্ব প্রস্তুতি হিসেবে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গতকাল শনিবার এক বৈঠক হয়। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, সহ আন্তর্জাতিক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট ফাহিমা নাসরীন মুন্নি, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, দেশের জাতীয় নির্বাচনের সর্বশেষ অবস্থান জানানোর জন্যই মূলত কূটনৈতিকদের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে। এখানে তারা বিস্তারিতভাবে নির্বাচনী পরিবেশ তুলে ধরতে চাইছেন।

এর জন্য তারা হোমওয়ার্কও করছেন। এসব কাজ শেষ করেই এ সপ্তাহের যে কোনদিন তাদের সঙ্গে বৈঠকের সময়সূচি নির্ধারণ করবে দলটি।

বাংলাদেশ সময়: ১০:২৯:০৩   ৪০০ বার পঠিত   #  #  #  #  #  #