শনিবার, ১ ডিসেম্বর ২০১৮

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যলয়ের সপ্তাহ ব্যাপী নাট্য উৎসবের চতুর্থ দিন মঞ্চস্তিত হলো ৪টি নাটক

Home Page » প্রথমপাতা » কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যলয়ের সপ্তাহ ব্যাপী নাট্য উৎসবের চতুর্থ দিন মঞ্চস্তিত হলো ৪টি নাটক
শনিবার, ১ ডিসেম্বর ২০১৮



 

 ছবি নিজস্ব প্রতিনিধি   

সৌরভ বর্মন গৌতম, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বঙ্গ-নিউজ  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যলয়ের সপ্তাহ ব্যাপী নাট্য উৎসবের ২৯ নভেম্বর ছিল চতুর্থ দিন । এ দিন মোট চারঠি নাটকের প্রদর্শনী হয় । নাট্যকার রুদ্র প্রসাদ চক্রবর্তীর মাগন রাজার পালা শিক্ষার্থী নির্দেশক দারুফ ইসলাম টুটুল , বিয়ে পাগলা বুড়ো নাট্যকার দীনবন্ধু মিত্র শিক্ষার্থী নির্দেশক দীপা রিছিল , রেচৗরাস্তা নাট্যকার মলয় ভৌমিক শিক্ষার্থী নির্দেশক রাবেয়া বেগম । নাট্যকার মোহীত চট্টোপাধ্যায় শিক্ষার্থী নির্দেশক ফজলে সালেহীন সৌরভ । 

 

বাংলাদেশ সময়: ২০:৩৯:৫৮   ৫২৬ বার পঠিত   #  #  #  #  #  #