শনিবার, ১ ডিসেম্বর ২০১৮

নীতির হালচাল- রনজিত চাঙমা (০১/১২/২০১৮ইং)

Home Page » বিনোদন » নীতির হালচাল- রনজিত চাঙমা (০১/১২/২০১৮ইং)
শনিবার, ১ ডিসেম্বর ২০১৮



 ছবি-রঞ্জিত চাঙমা

 

 

নীতির কথা বলছে সবাই
মুখে তুলছে ফেনা,
কথার সাথে কাজের মিল নেই
সব যে হলো জানা।

কোটি টাকার লোন দিয়ে যে
খায়নি এক কাপ চা,
সে নাকি আজ পলাতক হয়ে
দিয়েছে গাঁ ঢাঁকা।

আরও কতো লোক হয়েছে
আঙ্গুল ফুলে কলা গাছ,
গাড়ী বাড়ী অঢেল সম্পদ টাকায়
সমাজপতি তারা যে আজ।

ছেলে মেয়েদের বিদেশে পড়ায়
দেশের শিক্ষা নয় ভালো,
উচ্চ শিক্ষা নিতে গিয়ে এ দেশেতে
কত যে মায়ের বুক খালি হলো।

চিকিৎসাও নেয় বিদেশে তারা
হয় না ভালো দেশে,
বিদেশী ব্যাংকে জমায় টাকা
দেশের সম্পদ লুটে।

সাধু দরবেশ সাজে তারা
ফেরেশতা যায় বনে,
সৃষ্টিকর্তার নাম জপে সদা
নীতির বুলি আওড়ায় মুখে।
★★★★★

 

বাংলাদেশ সময়: ১৮:৩১:৩৯   ৪৭৬ বার পঠিত   #  #  #  #  #  #