শনিবার, ১ ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখার ডিজিএম প্রভাস চন্দ্রকে বাসায় ঢুকে গুলি করেছে দুর্বৃত্তরা
Home Page » জাতীয় » বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখার ডিজিএম প্রভাস চন্দ্রকে বাসায় ঢুকে গুলি করেছে দুর্বৃত্তরা
বঙ্গ-নিউজ: বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখার ডিজিএম প্রভাস চন্দ্রকে বাসায় ঢুকে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্রের জামাতা।
শুক্রবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্তরা খুলনা মহানগরীর বকশীপাড়া বাইলেনের প্রভাসের বাসায় ঢুকে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে প্রভাসের বাসায় ডুকে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, প্রভাস চন্দ্রের পেটের ডান দিকে গুলি লেগেছে। তার এখন অস্ত্রোপচার চলছে।
উল্লেখ্য, এর আগে কক্সবাজারের টেকনাফে আলোচিত সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদির গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় এমপি বদি গাড়িতেই ছিলেন।
শুক্রবার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় অক্ষত আছেন এমপি বদি। টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, এমপি বদি দলীয় কয়েকজন নেতাসহ ঢাকা মেট্রো-ঘ ১৩-৬৮৮০ নাম্বারের নিজস্ব জিপ গাড়িতে করে উখিয়া হতে টেকনাফে আসার পথে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ৮:২৪:৪১ ৩৭৯ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম