শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮

ঢাকার সাভারে আত্মপ্রকাশ করলো আবৃত্তি সংগঠন ‘স্বপ্নস্বর’,আয়োজন ছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের

Home Page » প্রথমপাতা » ঢাকার সাভারে আত্মপ্রকাশ করলো আবৃত্তি সংগঠন ‘স্বপ্নস্বর’,আয়োজন ছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের
শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮



রঞ্জন শিশির

শাহানা জাহান সিদ্দিকা


স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ: ‘শুদ্ধ স্বরে মুক্তির স্বপ্ন’ এই স্লোগানকে সামনে রেখে সাভারে আত্মপ্রকাশ করলো আবৃত্তি সংগঠন ‘স্বপ্নস্বর’। ৩০ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ টায় সাভারের এনাম মেডিকেল কলেজ মিলনায়তনে আবৃত্তি প্রযোজনা ‘দু:খের মাধুরী’ পরিবেশনার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে সংগঠনটি। আবৃত্তি করেন আবৃত্তিকার রন্জন শিশির, শাহানা জাহান সিদ্দিকা ও স্মরণ সাহা। আবহ সঙ্গীতে ছিলেন শিল্পী শ্রাবন্তী ঘোষ এবং আলী আজম।

এছাড়াও মন্চস্থ হয় অনিকেত পাল বাবুর রচনা ও নির্দেশনায়, জাগরণী থিয়েটারের পরিবেশনায় নাটক ‘ আমি ও শ্যামা’। সংগঠনটির আত্মপ্রকাশ কালে শাহানা জাহান সিদ্দিকাকে সভাপতি এবং রন্জন শিশিরকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব (উপসচিব), খাদ্য মন্ত্রনালয় এবং সাংস্স্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আবু নাসের বেগ এবং বিশেষ অতিথি সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি কাদের তালুকদারসহ বীর মুক্তিযোদ্ধা, দুর্ণীতি প্রতিরোধ কমিটি, সাভার নাগরিক কমিটি, সাভার প্রেসক্লাব, সাভার ক্লাব, জাগরণী থিয়েটার, সাভার উদীচী শিল্পী গোষ্টি, বুনন থিয়েটার, কবি জসীম উদ্দিন পরিষদ, লোকনাথ শিল্পী গোষ্টি, প্রথম আলো বন্ধুসভাসহ সাভার সাংস্কৃতিক পরিমণ্ডলের সকল সংগঠন, নেতৃবৃন্দ, কবি/ সাহিত্যক এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ছবি নিজস্ব প্রতিনিধি

ছবি নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ সময়: ২২:৪৯:৩৭   ৫৭৩ বার পঠিত   #  #  #  #  #  #