শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮

বংশীকুন্ডায় হাসুস’র ৫২তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

Home Page » বিবিধ » বংশীকুন্ডায় হাসুস’র ৫২তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮



স্টাফ রিপোর্টার বঙ্গনিউজঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন ২নং (দঃ) বংশীকুন্ডা ইউনিয়নের কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠাগারে আজ শুক্রবার বেলা ৩.০০ ঘটিকায় হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা (হাসুস) বাংলাদেশ’র ৫২ তম সাহিত্য আড্ডা অনুষ্টিত হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাসুস’র প্রতিষ্ঠাতা ও  কেন্দ্রীয় সভাপতি হাওর কবি জীবন কৃষ্ণ সরকার,কেন্দ্রীয় সমন্বয়ক বিনতা কৃষ্ণ সরকার। মোঃ সুজ্জল আহমেদ ও মোঃ রাজীব আহমেদ’র উপস্থাপনায় পুরো বিকেল জুরে জমজমাট আড্ডায় লেখা পাঠ করেন- মমিনুল হোসেন,জাকারুল ইসলাম,রাবেল মিয়া,হৃদয় মিয়া,নাবিল আহমেদ,আঃ কবির,রিদওয়ান হাসান,আমির হামজা, সুমন আহমেদ,সুইটি বিশ্বাস,সুবর্ণা  সরকার,দিপা সরকার,গীতা সরকার,রনি সরকার, পলি আক্তার  প্রমুখ।

সভায় ৫২ তম সাহিত্য আড্ডার আয়োজক ও আজকের আড্ডার সভাপতি মামুন হোসেন’র সমাপ্তি ঘোষনার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের  ইতি টানা হয়।

বাংলাদেশ সময়: ১৯:৩২:৩৯   ৫৫৯ বার পঠিত