শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮
ক্রিমিয়ায় আরো এক ব্যাটালিয়ন অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া
Home Page » এক্সক্লুসিভ » ক্রিমিয়ায় আরো এক ব্যাটালিয়ন অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া
বঙ্গ-নিউজ: ক্রিমিয়ায় আরো এক ব্যাটালিয়ন অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে রাশিয়া। ইউক্রেনের সঙ্গে যখন রাশিয়ার সামরিক উত্তেজনা তুঙ্গে তখন নতুন করে এস-৪০০ মোতায়েনের খবর এলো।
রাশিয়ার কৃষ্ণসাগর বহরের একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছেন, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রিমিয়ার উত্তরাঞ্চল জাংকোই এলাকায় মোতায়েন করা হয়েছে। মোতায়েনের আগে এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালানো হয়।
সম্প্রতি ক্রিমিয়ার কাছে আজোভ সাগরের কের্চ প্রণালী থেকে রুশ সেনারা ইউক্রেনের তিনটি জাহাজ আটকের পর মস্কো ও কিয়েভের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। রুশ পদক্ষেপের পর ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো তার দেশে এক মাসের জন্য সামরিক আইন জারি করেছেন। এছাড়া, তিনি জার্মানি ও আমেরিকার কাছে সাহায্য চেয়েছেন।
আজোভ সাগর থেকে ইউক্রেনের নাবিকদের আটক করার ঘটনা সমর্থন করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের সেনারা সীমান্ত রক্ষার জন্য সঠিক পদক্ষেপ নিয়েছে।
বাংলাদেশ সময়: ৯:৩৩:১১ ৪৩৬ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম