শুক্রবার, ২১ জুন ২০১৩
ব্রাজিলে জনতা-পুলিশ সংঘর্ষ অব্যাহত
Home Page » বিশ্ব » ব্রাজিলে জনতা-পুলিশ সংঘর্ষ অব্যাহততোহা,বঙ্গ-নিউজ ডটকমঃ ব্রাজিলে বৃহস্পতিবার সারাদিনব্যাপী প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ বাঁধল। সাম্বার দেশে অন্তত ৮০টি শহরে উন্নততর নাগরিক পরিষেবা এবং দূর্নীতি মুক্ত সমাজের দাবিতে লক্ষাধিক মানুষ পথে নেমেছেন। প্রতিবাদীদের আটকাতে ব্রাজিলের দাঙ্গা বিরোধী পুলিশ বাহিনী টিয়ারগ্যাস, রাবার বুলেটের ব্যবহার করে।রিও ডি জেনেরিওতে প্রায় তিন লক্ষ প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। প্রতিবাদকারীদের অধিকাংশই যুবক সম্প্রদায়ের।
প্রতিবাদকারীদের কেউ কেউ উল্টে পুলিশের দিকে আতস বাজি ছোঁড়ে। শুধুমাত্র রিও তেই জনতা-পুলিশ খণ্ড যুদ্ধে আহত হয়েছেন ৪০ জনের বেশি।
রাজধানী ব্রাসিলিয়াতে শতাধিক প্রতিবাদকারী বিদেশ মন্ত্রকের ভবন দখল করার চেষ্টা করেছেন। ব্রাসিলিয়াতেও পুলিশ প্রতিবাদকারীদের উপর টিয়ার গ্যাস ছোঁড়ে।
স্থানীয় পুলিসের হিসাব অনুযায়ী রাজধানীর রাজপথেই ১০ লক্ষ মানুষ সরকারের বিরোধীতায় সামিল হইয়েছেন।
এই মুহূর্তে ব্রাজিলে কনফেডারেশন কাপ চলছে। বহু বিদেশী পর্যটক ভিড় করেছেন সে দেশে। সরকারের তরফ থেকে তাই দ্রুত এই সমস্যা সমধানের চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০:২১:৫৬ ৩৫৯ বার পঠিত