বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮
সুনামগঞ্জ-১ আসন বাসীর উদ্দেশ্যে-তালুকদার মোহাম্মদ শামছুজ্জোহা ডনের প্রেস বিজ্ঞপ্তি
Home Page » মুক্তমত » সুনামগঞ্জ-১ আসন বাসীর উদ্দেশ্যে-তালুকদার মোহাম্মদ শামছুজ্জোহা ডনের প্রেস বিজ্ঞপ্তিবঙ্গ-নিউজঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনের তৃনমূল জনগনের উদ্দেশ্যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন যুক্তরাষ্ট্রের বৃহত্তর ওয়াসিংটন ডিসি ছাত্রলীগের সভাপতি তালুকদার মোহাম্মদ শামছুজ্জোহা ডন।
তিনি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, আগামী ৩০ ডিসেম্বর আমাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের আমেজ এখন সারা দেশের পথে-ঘাটে,হাটে-বাজারে বইছে। সুনামগঞ্জ-১ (ধর্মপাশা,মধ্যনগর,জামাগঞ্জ ও তাহিরপুর)আসনটি হাওর অধ্যুষিত এলাকা। এই এলাকাটি আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে পরিচিত।২০০৮ সালের নির্বাচনে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর সারাদেশের মতো সুনামগঞ্জ-১ আসনের যোগাযোগ,শিক্ষা,স্বাস্থ্য উন্নয়ন ও দারিদ্র্যের হার কমে এসেছে।
এবং আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য পূনরায় নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য তৃনমূল জনগনের প্রতি বিনীত আহবান জানান।
———–
বার্তা প্রেরক
তালুকদার মোহাম্মদ শামছুজ্জোহা ডন
সভাপতি, বৃহত্তর ওয়াসিংটন ডিসি ছাত্রলীগ,যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ সময়: ১৯:২৮:২৪ ১৩৮৫ বার পঠিত #ডন #প্রেস #ব্রিফ্রিং #সুনামগঞ্জ -১