বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮

বোচাগঞ্জ উপজেলা বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী আ’লীগে যোগদান করেছে

Home Page » প্রথমপাতা » বোচাগঞ্জ উপজেলা বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী আ’লীগে যোগদান করেছে
বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান দুলালের নেতৃত্বে ৫ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দান করেছে।

মঙ্গলবার (২৭ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগ কাযালয়ে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর-২ আসনে সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরীর হাতে ফুলের নৌকা তুলে দিয়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন।

এ সময় এক বক্তব্যে হাবিবুর রহমান দুলাল বলেন, বিএনপির এই নোংরা, ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করে আমি উন্নয়ন-অগ্রগতির শেখ হাসিনার যে রাজনীতি, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আমি আওয়ামী লীগে যোগদান করেছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলীসহ উপজেলার অন্যান্য নেতারা।

পরে দিনাজপুর-২ আসনে নৌকা প্রার্থী হিসেবে খালিদ মাহমুদ চৌধুরীর মনোনয়নপত্র জমা দিতে যান হাবিবুর রহমান দুলাল। আওয়ামী লীগে যোগদানের আগে বিএনপি থেকে পদত্যাগ করেন উপজেলা বিএনপির এই নেতা।

বাংলাদেশ সময়: ৮:৪৪:১৫   ৪৩০ বার পঠিত   #  #  #  #  #  #