বুধবার, ২৮ নভেম্বর ২০১৮
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৭ দিন ব্যাপি চতুর্থ বার্ষিক নাট্য উৎসব শুরু
Home Page » প্রথমপাতা » জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৭ দিন ব্যাপি চতুর্থ বার্ষিক নাট্য উৎসব শুরু
সৌরভ বর্মন গৌতম,বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,বঙ্গ-নিউজ: দেশী বিদেশী ২৬ টি নাটক নিয়ে ৭ দিন ব্যাপি চতুর্থ বার্ষিক নাট্য উৎসব শুরু হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে । বিশ্ববিদ্যালয়েরে উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বেলা এগারোটা ত্রিশ মিনিটে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে নাট্য উৎসবের উৎবোধন করেন । এ সময় রাজশাহী বিশ্ববিদ্য়ালয়ের নাট্যকলা বিভাগের সভাপতি আতাউর রহমান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর গবেষণা ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক জসীম উদ্দিন, নাট্য উৎসবের আহ্বায়ক ইসমত আরা ভূঁইয়া ইলা সদস্য সচিব মাজারুল হোসেন তোকদার এবং বিভাগের অন্যান্য শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন । এরপর বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে “নাট্য সমাচার “ নামে একটি সেমিনার অনুষ্ঠিত হয় । উক্ত সেমিনারের বিষয় ছিল প্রাতিষ্ঠানিক নাট্যচর্চায় শিক্ষার্থী নির্দেশক ; সংকট ও সম্ভাবনা । প্রভাষক জনাব মেহেদি তানজীর বিষয়টির প্রস্তাবক ছিলেন । সেমিনার শেষে নাটকের বিভিন্ন চরিত্র সজ্জিত করে বর্ণাঢ্য র্যালি হয় । র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলা ভবনে এসে শেষ হয় ।
বাংলাদেশ সময়: ১৯:২৫:৩১ ৫৯০ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম