বুধবার, ২৮ নভেম্বর ২০১৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির মিন্টু, আলাল ও সোহেল

Home Page » জাতীয় » আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির মিন্টু, আলাল ও সোহেল
বুধবার, ২৮ নভেম্বর ২০১৮



 

ফাইল ছবি  বঙ্গ-নিউজ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন না বিএনপি নেতা আবদুল আওয়াল মিন্টু, মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিব উন নবী খান সোহেল।

ঘোষিত তফসিল অনুযায়ী আজ বুধবার (২৮ নভেম্বর) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সব দলের প্রার্থীরাই আজ সারা দিন নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু শেষ খবর পাওয়া অনুযায়ী এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির এই তিন নেতা।

জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপি নেতা ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

এ বিষয়ে তিনি গণমাধ্যমকে জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত ও দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রাহমানের নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না সে জন্যই আমি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি।

এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল দলীয় মনোনয়ন না পাওয়ায় নির্বাচন করতে পারছেন না। যদিও তিনি এখন কারাগারে আছেন।

গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশান গোলচত্বর থেকে সোহেলকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির গণমাধ্যমকে বলেন, আবদুল আউয়াল মিন্টু ফেনী-৩ আসনে নিজে এবং ফেনী-১ আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কেনেন। মোয়াজ্জেম হোসেন আলাল চেয়েছিলেন বরিশাল-২ আসন। ঢাকা-৮ আসনের প্রার্থিতা চেয়েছিলেন হাবিব–উন–নবী খান সোহেল। তিনজনের কেউই আজ রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেননি। অবশ্য শায়রুল কোনো কারণ জানাতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৮:৫৯:৫৮   ৪৫৩ বার পঠিত   #  #  #  #  #  #