মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮

মনোনয়ন বঞ্চিত চার নেতা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে গেছেন

Home Page » প্রথমপাতা » মনোনয়ন বঞ্চিত চার নেতা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে গেছেন
মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজ:  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় চার নেতা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে গেছেন।

মঙ্গলবার (২৭ নভেম্বর) বেলা ৫টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে যোগ দিতে যান তারা।

নেতাদের ঘনিষ্ঠ সূত্র জানায়, শেষ খবর পাওয়া পর্যন্ত তারা গণভবনেই অবস্থান করছেন।

সূত্রের দেয়া তথ্য অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম দলীয় মনোনয়ন পাননি। তাদের ডেকে পাঠিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ২২:২৫:১৭   ৫৩৩ বার পঠিত   #  #  #  #  #  #