মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮

মাশরাফি কে নিয়ে ভাবছেনা বিসিবি

Home Page » ক্রিকেট » মাশরাফি কে নিয়ে ভাবছেনা বিসিবি
মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮



মাশরাফি কে নিয়ে স্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজঃদুদিন আগে ফেসবুকে নিজের পেজে মাশরাফি বিন মুর্তজা ব্যাখ্যা দিয়েছেন, কেন তিনি রাজনীতিতে এসেছেন। কিন্তু সেখানে পরিষ্কার করেননি, কবে থেকে তিনি শুরু করবেন নির্বাচনী প্রচারণা। নানা সূত্রে অবশ্য জানা গেছে, মাশরাফি নির্বাচনী প্রচারণা শুরু করতে চান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর।

কেন নির্বাচন করার সিদ্ধান্ত, সেটির ব্যাখ্যা দিয়ে মাশরাফি ফেসবুকেই আগেই দিয়েছেন। এবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান মনে করেন, মাশরাফির রাজনৈতিক ক্যারিয়ার সঙ্গে খেলোয়াড়ি জীবন সাংঘর্ষিক হবে না, ‘ক্রিকেটীয় দিক থেকে বলছি, মাশরাফি যদি পুরো সিরিজে সময় দেয় তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। সে অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়। উঁচু মানের খেলোয়াড়। এ ধরনের ক্রিকেটাররা মানসিক এবং শারীরিক দিক থেকে যেকোনো কন্ডিশনে নিজেকে মানিয়ে নিতে পারে। ওকে নিয়ে আমরা চিন্তিত নই, মাশরাফি খেলতে পারলেই অনেক বড় বিষয়। আর অনুশীলন আছে, নিয়মিত যদি অনুশীলন করে তাহলে কোনো সমস্যা হবে না।’

এর আগে মাশরাফি তাঁর ব্যাখ্যায় ফেসবুকে লিখেছিলেন, ‘বিশ্বকাপের পরের সাড়ে চার বছর আমার জন্য কী অপেক্ষায় আছে, সেটাও জানি না। তাই আমি সময়কে মূল্যায়ন করেছি। সময়ের ডাক শুনেছি। কারণ আমি বিশ্বাস করি, সময়ের কাজ সময়েই করা উচিত।’ মাশরাফির রাজনীতিতে নাম লেখানো, দেশের মাঠে আসন্ন ওয়ানডে সিরিজে খেলা-না খেলা কিংবা নির্বাচনের পর তাঁর খেলোয়াড়ি জীবনে সেটির কোনো প্রভাব পড়বে কি না, নানা আলোচনাই হচ্ছে।

এই আলোচনা-সমালোচনার সঙ্গে ক্রিকেটের কোনো যোগ নেই বলেই মনে করেন আকরাম খান, ‘সে যদি নিয়মিত অনুশীলনে আসে, আশা করি কোনো সমস্যা হবে না। বাকিটা ওর ব্যক্তিগত ব্যাপার। সে কীভাবে এটা মেনে চলবে, সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত ব্যাপার।’

নড়াইল-২ আসন থেকে নির্বাচন করছেন মাশরাফি। বিসিবি ও মাশরাফির পরিবারের সূত্রে জানা গেছে, বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক প্রচারণার কাজে ব্যস্ত হবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেই। ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের তিনটি ওয়ানডে ৯, ১১ ও ১৪ ডিসেম্বর। মাশরাফি এলে, চোট কাটিয়ে তামিম ইকবাল ফিরলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে পূর্ণ শক্তির বাংলাদেশ দল পাওয়া যাবে বলে আশাবাদী বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান, ‘আশা করছি। সাকিব কিন্তু এখনো পুরোপুরি ফিট না। এরপরও সে খেলছে। এই টেস্টে তামিমকে পাওয়ার একটি সম্ভাবনা ছিল, শেষ পর্যন্ত খেলা হচ্ছে না তাঁর। আশা করি ওয়ানডেতে আমরা তাঁকে পাব। আমাদের যে শক্তি আছে আশা করি ওয়ানডেতে সেটি নিয়ে নামতে পারব।’

বাংলাদেশ সময়: ১৯:২৯:২৫   ৬৯৪ বার পঠিত   #  #  #