সোমবার, ২৬ নভেম্বর ২০১৮

ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত বেসরকারি একুশে টেলিভিশন ভবনে ভয়াবহ আগুন

Home Page » এক্সক্লুসিভ » ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত বেসরকারি একুশে টেলিভিশন ভবনে ভয়াবহ আগুন
সোমবার, ২৬ নভেম্বর ২০১৮



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজ: রাজধানী ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত বেসরকারি একুশে টেলিভিশন ভবনের (জাহাঙ্গীর টাওয়ার) নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, জাহাঙ্গীর টাওয়ারের পেছনের গলিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ভবনটির নিচতলা ও দ্বিতীয় তলায় আগুন ধরে যায়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর টাওয়ারের পাশের গলিতে রয়েছে বেশ কিছু অবৈধ চায়ের দোকান। যেখান থেকে গ্যাসের চুলায় ব্যবহৃত সিলিন্ডারে এই আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুন দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের এলাকা আগুনের কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে আসে।

তবে এ ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

ভবনটির ৬ থেকে ৯ তলা পর্যন্ত ইটিভি কার্যালয়। বাকি ফ্লোরগুলো বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয় হিসেবে ব্যবহার হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:২৯:৩৭   ৫২৪ বার পঠিত   #  #  #  #  #  #