সোমবার, ২৬ নভেম্বর ২০১৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নতুন কিছু মুখের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ

Home Page » জাতীয় » আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নতুন কিছু মুখের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ
সোমবার, ২৬ নভেম্বর ২০১৮



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজ: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের মনোনয়নের চিঠি দিয়েছে আওয়ামী লীগ।

রবিবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত প্রার্থীদের হাতে দলটির সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত চিঠি তুলে দেয়া হয়। যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেয়া হয়েছে।

আনুষ্ঠানিক ভাবে আজ সোমবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জোটগত (মহাজোট) প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

এবার যেহেতু সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই পরিচ্ছন্ন ভাবমূর্তি ও এলাকায় গ্রহণযোগ্যতা এবং বিজয়ের সম্ভাবনা বিবেচনায় নিয়ে নতুন কিছু মুখ বেছে নিয়েছে টানা দুইবার সরকারে থাকা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

নানা জল্পনা-কল্পনার পর অবশেষে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই নতুন কিছু মুখের প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

এবার নতুনদের মধ্যে মনোনয়ন পেয়েছেন, নিজাম উদ্দিন জলিল (নওগাঁ-৫), ডা. আবদুল আজিজ (সিরাজগঞ্জ-৩), আহমেদ ফিরোজ কবির (পাবনা-২), শফিকুল আজম খান (ঝিনাইদহ-৩), মে. জেনারেল (অব.) নাসির উদ্দিন (যশোর-২), সাইফুজ্জামান শিখর (মাগুরা-১), ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা (নড়াইল-২), শেখ তন্ময় (বাগেরহাট-২), শেখ সালাউদ্দিন জুয়েল (খুলনা-২), আকতারুজ্জামান বাবু (খুলনা-৬), মহিবুর রহমান মহিব (পটুয়াখালী-৪)।

নতুন মুখ হিসেবে দলের পছন্দের তালিকায় আরও জায়গা পেয়েছেন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক শ.ম রেজাউল করিম (পিরোজপুর-১), আতাউর রহমান খান (টাঙ্গাইল-৩), আহসানুল ইসলাম (টাঙ্গাইল-৬), মুরাদ হাসান (জামালপুর-৪), শহিদুল ইসলাম (নাটোর-১) রুহুল আমিন মাদানী (ময়মনসিংহ-৭), মানু মজুমদার (নেত্রকোনা-১) আশরাফ আলী খান খসরু (নেত্রকোনা-২), আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল (নেত্রকোনা-৩) নূর মোহাম্মদ (কিশোরগঞ্জ-২), সালমান এফ রহমান (ঢাকা-১), ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান (ঢাকা-১৩), চলচ্চিত্র নায়ক ফারুক (ঢাকা-১৭), বেনজীর আহমেদ (ঢাকা-২০), ইকবাল হাসান সবুজ (গাজীপুর-৩), কামরুল আশরাফ খান (নরসিংদী-২) জহিরুল হক ভূঁইয়া (নরসিংদী-৩), সাবেক সচিব মঞ্জুর হোসেন (ফরিদপুর-১), আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ (মাদারীপুর-৩)।

এছাড়া আরও রয়েছেন, আওয়ামী লীগের কার্যকরী সংসদের সদস্য ইকবাল হোসেন অপু (শরীয়তপুর-১), আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম (শরীয়তপুর-২), নেছার আহমেদ (মৌলভীবাজার-৩), এবাদুল করিম বুলবুল (ব্রাহ্মণবাড়িয়া-৫), সেলিমা আহমাদ মেরী (কুমিল্লা-২), আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), জাফর আলম (কক্সবাজার-১), শাহিনা আক্তার চৌধুরী (কক্সবাজার-৪) ও দীপংকর তালুকদার (রাঙ্গামাটি)।

অন্যদিকে, এ বছর করেকটি আসনে দু’জন করে মনোনয়ন দেয়া হয়েছে, এর মধ্যে রয়েছে (কিশোরগঞ্জ-১) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের আসনে মশিউর রহমান হুমায়ুন। ঢাকা-৫ আসনে হাবিবুর রহমান মোল্লার সঙ্গে রয়েছেন কাজী মনিরুল ইসলাম মনু।

এছাড়া, কুষ্টিয়া-৪ আসনে আবদুর রউফের সঙ্গে নতুন মুখ সেলিম আফতাব জর্জ। পটুয়াখালী-২ আসনে শাহাজাহান মিয়ার সঙ্গে নতুন মুখ সামসুল হক রেজা। পটুয়াখালী-৩ আসনে আ খ ম জাহাঙ্গীর হোসাইনের সঙ্গে রয়েছেন এসএম শাহজাদা। জামালপুর-৫ আসনে রেজাউল করিম হীরার সঙ্গে মোজাফফর হোসেনকে তালিকায় রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ৯:১১:৫৯   ৪৭৩ বার পঠিত   #  #  #  #  #  #