রবিবার, ২৫ নভেম্বর ২০১৮

অনানুষ্ঠানিক ভাবে মনোনয়নের চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ, কিছু নতুন মুখ আসছে

Home Page » প্রথমপাতা » অনানুষ্ঠানিক ভাবে মনোনয়নের চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ, কিছু নতুন মুখ আসছে
রবিবার, ২৫ নভেম্বর ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজ: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের অনানুষ্ঠানিক ভাবে মনোনয়নের চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ।

আজ রবিবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত প্রার্থীদের হাতে দলটির সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত চিঠি তুলে দেয়া হচ্ছে। যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেয়া হচ্ছে।

আনুষ্ঠানিক ভাবে আগামী সোমবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জোটগত (মহাজোট) প্রার্থী ঘোষণা করা হবে।

এবার যেহেতু সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই পরিচ্ছন্ন ভাবমূর্তি ও এলাকায় গ্রহণযোগ্যতা এবং বিজয়ের সম্ভাবনা বিবেচনায় নিয়ে নতুন কিছু মুখ বেছে নিয়েছে টানা দুইবার সরকারে থাকা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

নানা জল্পনা-কল্পনার পর অবশেষে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই নতুন কিছু মুখের প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

এখন পর্যন্ত যে সব নতুন মুখ চিঠি পেয়েছেন তারা হলেন-

ড. আবদুস সোবহান গোলাপ (মাদারীপুর-৩), সাদেক খান (ঢাকা-১৩), মাশরাফি বিন মর্তুজা (নড়াইল-২), নূর মোহাম্মদ (কিশোরগঞ্জ-২), ইঞ্জিনিয়ার মোজাফফর (জামালপুর-৫), ইকবাল হোসেন অপু (শরীয়তপুর-১), ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), শাহীন আক্তার চৌধুরী (কক্সবাজার-৪), অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (টাঙ্গাইল-৮), মনোয়ার হোসেন মনু (ঢাকা-৫), শ ম রেজাউল করিম (পিরোজপুর-১)।

এ আসনগুলোতে বর্তমান সংসদ সদস্য হিসেবে রয়েছেন যথাক্রমে-

আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, শেখ হাফিজুর রহমান, অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, রেজাউল করিম হীরা, বি এম মোজাম্মেল হক, (মহাজোটের অংশীদার জাতীয় পার্টির) জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আবদুর রহমান বদি, অনুপম শাহজাহান জয়, হাবিবুর রহমান মোল্লা।

প্রার্থীদের নাম ঘোষণার ব্যাপারে আওয়ামী লীগের শীর্ষ নেতারা জানিয়েছেন, দলীয় কোন্দলে জড়িত, এলাকায় যোগাযোগ কম থাকা এবং নানা কারণে বিতর্কিতদের এবার বাদ দেয়া হয়েছে। অপরদিকে, অগ্রাধিকার দেয়া হয়েছে পরিচ্ছন্ন ভাবমূর্তির নিবেদিত প্রাণ রাজনীতিকদের।

বাংলাদেশ সময়: ১৯:২৮:৩৫   ৪১৮ বার পঠিত   #  #  #  #  #  #