বৃহস্পতিবার, ২০ জুন ২০১৩
বাদ পড়লেন ভেট্টরি-সাউদি
Home Page » খেলা » বাদ পড়লেন ভেট্টরি-সাউদিবঙ্গ- নিউজ ডটকমঃ পরের সপ্তাহে ইংল্যান্ডের মাটিতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। চোটের কারণে এই দলে নেই ড্যানিয়েল ভেট্টরি, টিম সাউদি ও গ্র্যান্ট এলিয়ট।১৪ সদস্যের দলে জায়গা পেয়েছেন ব্যাটসম্যান হামিশ রাদারফোর্ড ও টম ল্যাথাম। অভিষেকে টেস্ট সেঞ্চুরি হাঁকানো রাদারফোর্ড গত মার্চে ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টিই খেলেছিলেন। দলের জার্সি গায়ে তিন টি-টোয়েন্টি খেলা টম ল্যাথামও থাকছেন এই সিরিজে। আর ১৩ ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে অন্তর্ভুক্তি হয়েছে বাঁহাতি স্পিনার রনিল হিরার।
ফর্মে না থাকলেও উইকেটরক্ষক লুক রনচিকে রাখা হয়েছে এই সিরিজে। ফিরেছেন কেন উইলিয়ামসনও।
দুবছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির ওয়ানডে দলে প্রত্যাবর্তন হয়েছিল ভেট্টরির। দুই ম্যাচে ১১ ওভার বল করলেও চোট থেকে সেরে ওঠার লক্ষণ দেখা যায়নি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ব্যথানাশক স্যালাইন ইনজেকশন নিতে দেখা গেছে তাকে।
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে পায়ের চোট ভুগিয়েছে এলিয়টকেও। টুর্নামেন্টে তার স্থলাভিষিক্ত হন কোরি এন্ডারসন।
ম্যাচ দুটি হবে ২৫ ও ২৭ জুন ওভালে।
দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি এন্ডারসন, ডগ ব্রেসওয়েল, ইয়ান বাটলার, জেমস ফ্রাঙ্কলিন, মার্টিন গাপটিল, রনিল হিরা, টম ল্যাথাম, মিচেল ম্যাকক্লেনঘান, নাথান ম্যাককালাম, কাইল মিলস, কলিন মুনরো, হামিশ রাদারফোর্ড ও রস টেলর।
বাংলাদেশ সময়: ১৭:৫৮:৫৭ ৩৮৭ বার পঠিত