বৃহস্পতিবার, ২০ জুন ২০১৩

নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরছেন পিটারসেন

Home Page » খেলা » নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরছেন পিটারসেন
বৃহস্পতিবার, ২০ জুন ২০১৩



pitersen-back-sm20130620043910.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ইংল্যান্ড ব্যাটসম্যান কেভিন পিটারসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টি-টোয়েন্টির সিরিজের শেষটিতে মাঠে নামবেন তিনি।বৃহস্পতিবার ইয়ন মরগানের নেতৃত্বে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ২৫ ও ২৭ জুন লন্ডনের ওভালে হবে ম্যাচ দুটি।

বোর্ড তাদের ওয়েবসাইটে জানিয়েছে,‘হাঁটুর চোটে মার্চ থেকে ইংল্যান্ডের হয়ে খেলতে পারেননি কেভিন পিটারসেন। ২১ জুন থেকে শুরু হওয়া এলভি কাউন্টি চ্যাম্পিয়নশিপসে সারের হয়ে খেলবেন তিনি। ওই সিরিজ সফলতার সঙ্গে শেষ করে দ্বিতীয় ম্যাচে দলে যোগ দিবেন এই ইংলিশ ব্যাটসম্যান।’

৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের পর থেকে দলে অনিয়মিত হয়ে পড়েন। টি-টোয়েন্টিতে ৩৭.৯৩ গড়ে ১১৭৬ রান করা এই সিনিয়র ব্যাটসম্যান গত মার্চে হাঁটুর গুরুতর চোটের শিকার হন। বাদ পড়েন চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

এই দলে একেবারেই নতুন মুখ ইয়র্কশায়ার ব্যাটসম্যান গ্যারি ব্যালান্স ও ওয়ারউইকশায়ারের পেসার বয়েড র‌্যানকিন।

দল: ইয়ন মরগান (অধিনায়ক), গারি ব্যালান্স, রবি বোপারা, ড্যানি ব্রিগস, জোস বাটলার, জেড ডার্নবাখ, অ্যালেক্স হেলস, মাইকেল লাম্ব, কেভিন পিটারসেন (শুধু দ্বিতীয় ম্যাচ), বয়েড র‌্যানকিন, বেন স্টোকস, জেমস ট্রেডওয়েল, ক্রিস ওকস ও লুক রাইট।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:৪০   ৪০৯ বার পঠিত