বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮
মনোনয়ন প্রত্যাশীদের ৪ দিন ব্যাপি সাক্ষাতকার গ্রহণ শেষ করল বিএনপি
Home Page » প্রথমপাতা » মনোনয়ন প্রত্যাশীদের ৪ দিন ব্যাপি সাক্ষাতকার গ্রহণ শেষ করল বিএনপি
বঙ্গ-নিউজ: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে মনোনয়ন প্রত্যাশীদের ৪ দিন ব্যাপি সাক্ষাতকার গ্রহণ শেষ করল বিএনপি।
বুধবার (২১ নভেম্বর) সকাল হতে রাত প্রায় ১০টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। চার দিনে প্রায় ২৬০০ প্রার্থী সাক্ষাতকার দিয়েছেন।পুরো প্রক্রিয়ার সাথে লন্ডন হতে অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ শেষ হলো। এখন চূড়ান্ত মনোনয়ন পেতে অপেক্ষা করতে হবে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা ও দলের সিদ্ধান্ত মেনে নেয়ার নির্দেশনা দিয়েছেন। এখন প্রার্থী চূড়ান্ত করবেন তিনি ও দলের হাইকমান্ড।
বাংলাদেশ সময়: ৯:২৫:৪৯ ৩৮৬ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম