বুধবার, ২১ নভেম্বর ২০১৮

জঙ্গি আস্তানা সন্দেহে ঝিনাইদহ সদর উপজেলার একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

Home Page » প্রথমপাতা » জঙ্গি আস্তানা সন্দেহে ঝিনাইদহ সদর উপজেলার একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব
বুধবার, ২১ নভেম্বর ২০১৮



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজ: ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের কালোহাটি গ্রামে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা। জঙ্গি আস্তানা সন্দেহে এ বাড়িটি ঘিরে রেখেছে তারা।

বুধবার (২১ নভেম্বর) ভোর সাড়ে চারটা থেকে র‌্যাব সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছে।

জানা গেছে, বাড়িটির মালিকের নাম সরাফত হোসেন। তিনি পেশায় একজন কৃষক। তার একটি মাত্র ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে।

এদিকে, বাড়িটি ঘিরে রাখার বিষয়ে র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মো. মাসুদ আলম জানান, কিছুক্ষণের মধ্যে বাড়িটিতে অভিযান চালানো হবে।

তিনি জানান, ঝিনাইদহ সদরের গান্না ইউনিয়নে শরাফত হোসেনের বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে র‌্যাব বাড়িটি ঘিরে ফেলে।

ঘটনাস্থলে উপস্থিত আছেন র‌্যাব-৬’র কমান্ডিং অফিসার হাসান ইমন আল রাজিব।

তিনি জানান, খুলনা থেকে বোমা নিষ্ক্রিয় দল রওনা হয়েছে। বাড়িটিতে অভিযানের প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যে অভিযান শুরু হবে।

স্থানীয় প্রতিবেশী দুদু মণ্ডল জানান, ওই বাড়িটির মালিক শরাফত হোসেন মণ্ডল। তার ছেলে কালোহাতি দাখিল মাদ্রাসায় পড়াশোনা করতো। সে হাফিজিয়া পড়াশোনা করেছে। অবশ্য ছেলেটি ভারসাম্যহীন।

বাংলাদেশ সময়: ৯:২১:৫১   ৩৭১ বার পঠিত   #  #  #  #  #  #