মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮
নেত্রকোনা-১ তৃনমূলের আস্থার প্রতীক ব্যারিস্টার শাহ্ মোহসীন
Home Page » এক্সক্লুসিভ » নেত্রকোনা-১ তৃনমূলের আস্থার প্রতীক ব্যারিস্টার শাহ্ মোহসীনআল-আমিনআহমেদ, স্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজঃনেত্রকোনা-১ সংসদীয় আসন হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি নেত্রকোনা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৫৭নং আসন। বর্তমানে এই আসনটিতে সংসদ সদস্য ছবি বিশ্বাস।
নেত্রকোণা-১(দূর্গাপুর-কলমাকান্দা) আসনে তৃণমূল জনগণ বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও লন্ডন যুবলীগের প্রচার সম্পাদক ব্যারিস্টার শাহ্ মোহসীনকে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী হিসেবে দেখতে চায়।
নেত্রকোণা-১ সংসদীয় আসনের তৃণমূল জনগণের সাথে বঙ্গ-নিউজের প্রতিনিধির আলাপকালে জনতা জানায় যে, আমাদের নির্বাচনী এলাকায় একজন স্মার্ট,দক্ষ ও ক্লিন ইমেজের তরুন প্রার্থী চাই।এবং আমাদের নেত্রকোণা-১ আওয়ামীলীগ-বিএনপির যারা মনোনয়ন প্রত্যাশী তাদের মধ্যে একমাত্র অল্প কয়েকদিনে যিনি জনপ্রিয় হয়ে ওঠেছেন তিনি হলেন তারুন্যের অহংকার ব্যারিস্টার শাহ্ মোহসিন।
জনতা আরও জানায় যে, আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের কাছে আমাদের বিনীত আহবান যে নেত্রকোনা-১ আসনে আমরা ব্যারিস্টার শাহ্ মোহসীনকে সংসদ সদস্য হিসেবে চাই।
ঐ আসনে দল,মত নির্বিশেষে তৃনমূলের সাধারন জনতা,নেতা-কর্মীদের আস্থা ও ভালবাসার নাম হচ্ছে ব্যারিস্টার শাহ্ মোহসীন।
বাংলাদেশ সময়: ১৮:৫১:৩২ ১১৭৪ বার পঠিত #তৃণমূল #নেত্রকোনা #ব্যারিস্টার শাহ্ #মোহসীন #১ আসন